tart of adf.ly banner code

info.flagcounter.com

Flag Counter

PopAds


adf.ly banner code

clixsense

fstads.com

.chitika.comr referal

BiBegin BidVertiser codedVertiser

fstads.com

Begin BidVertiser Referral code

Begin BidVertiser code

Thursday, March 26, 2015

ফ্রি!!!

ফ্রি!!! FREE 

২৩ মার্চ ২০১৫ ১২:৫৬:০০ পিএম সোমবার

ফ্রি!!!

লাইফস্টাইল ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Decrease font Enlarge font
আজকাল প্রায় আমাদের সবার হাতেই স্মার্ট ফোন। ফোনে কথা বলে আমরা প্রতিদিনের অনেক প্রয়োজনীয় কাজ করছি, সময়ও বাঁচছে। তবে কথা বলার জন্য আমাদের নির্দিষ্ট পরিমাণে বিল দিতে হয়। আর আমাদের অনেকেরই পরিবারের প্রিয়জন, বন্ধুরা দেশের বাইরে থাকেন তাদের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলা বেশ ব্যয় সাপেক্ষ। যদি এমন হয় তাদের সঙ্গে কথা বলা যাচ্ছে, ভিডিও তে তাদের দেখাও যাচ্ছে তাও আবার কোনো খরচ ছাড়াই!

ম্যাজিক নয় বন্ধুরা, সত্যি আমরা স্মার্ট ফোনটিতে কিছু অ্যাপ ডাউনলোড করে নিলেই এসব সুবিধা পেতে পারি হাতের মুঠোয়।

Skype

ভিডিও চ্যাটিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় অ্যাপ হল স্কাইপ। গুগল প্লেতে গেলেই পাবেন এই অ্যাপটি। এছাড়াও স্কাইপ অ্যাপটি ব্যবহার করা যাবে আইফোন, উইন্ডোজ, নকিয়া ও ব্ল্যাকবেরি প্ল্যাটফর্মের ফোনগুলোতে।

ডাউনলোড করে সাধারণ কিছু তথ্য দিয়ে একটি আইডি তৈরি নিতে হবে। সঙ্গে লাগবে একটি ইমেইল। এর পরে আপনি ইন্টারনেটে সংযুক্ত হয়ে যে কাউকেই ফোন দিতে পারেন এবং তাদের দেখতেও পারবেন ক্যামেরায়।

স্মার্টফোন ছাড়াও স্কাইপ কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা যায়। ওয়েবসাইট www.skype.com

Viber

ভাইবার কিন্তু স্কাইপের থেকে একটু অন্যরকম! এখনও পর্যন্ত ভিডিও চ্যাটের ব্যবস্থা নেই এতে। তবে আলাদা কোনো তথ্য আপনাকে দিতে হবে না। আপনার ফোন নাম্বারটিই শুধু দিতে হবে। তারপর আপনার নাম্বারে একটি কোড চলে আসবে। ভাইবারে কোডটি বসিয়ে দিলেই ফ্রি ফোন করা শুরু করতে পারেন বিশ্বব্যাপী। 

ওয়েবসাইট www.viber.com

Tango

আপনার স্মার্টফোনে এই অ্যাপটি ডাউনলোড করে নিন। ফোন নাম্বার, আপনার নাম ও ইমেইল ঠিকানা দিলেই ভিডিও কল করা শুরু করতে পারবেন। এই কল করতে পারবেন যে কোনো নম্বরে।

আর এসএমএম পাঠানোর ব্যবস্থাতো রয়েছেই। এই অ্যাপটিও কম্পিউটারে ব্যবহার করা যাবে।

আরও জানতে ক্লিক করুন www2.tango.me

Whatsapp

হোয়াটসঅ্যাপ শুধুমাত্র মেসেজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটি সম্ভবত পৃথিবীর সবচাইতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ।

ওয়েবসাইট www.whatsapp.com

No comments: